তথ্যপ্রযুক্তির অগ্রগতির এ সময়ে স্মার্টফোন আমাদের প্রাত্যহিক জীবনের অন্যতম অনুষঙ্গ। স্মার্টফোন ছাড়া একটি দিনও কল্পনা করা যায় না। অনেকেই দিনে গড়ে পাঁচ ঘণ্টা পর্যন্ত স্মার্টফোন ব্যবহার করেন। কিন্তু এতে চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়ার ভোগান্তিও পোহাতে হয়। তবে কিছু কৌশল অবলম্বন করলে এ ঝামেলা এড়ানো সম্ভব হবে। আজকের যুগান্তর টিপসে স্মার্টফোনের চার্জ দ্রুত ক্ষয় রোধে করণীয়।
যে কৌশলে স্মার্টফোনের ক্ষয় দ্রুত রোধ সম্ভব
* অটোম্যাটিকে ব্রাইটনেস বন্ধ রাখতে হবে। অতিরিক্ত উজ্জ্বলতা অধিক পরিমাণের ব্যাটারি খরচ করে। সেটি ম্যানুয়ালি যতটা সম্ভব কমিয়ে রাখা যায়। প্রয়োজনমাফিক বাড়িয়ে ব্যবহার করতে হবে।
* ফেসবুকের মতো ফোনের অন্য অ্যাপগুলোও ডার্ক মোড অন করে রাখতে হবে।
* ফোনের ব্যবহার শেষে স্ক্রিন বন্ধ হওয়ার জন্য এক মিনিটেরও কম সময়সীমা সেট করতে হবে।
* যতটা সম্ভব লাইভ ওয়ালপেপার দেয়া থেকে বিরত থাকতে হবে। লাইভ ওয়ালপেপার অনেক বেশি চার্জ ক্ষয় করে।
* সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব ধরনের নোটিফিকেশন বন্ধ রাখতে হবে। প্রয়োজনীয় সময় ছাড়া এগুলো বন্ধ রাখলে চার্জ ব্যয় হবে কম।
* মোবাইলে কল ও টেক্সট গ্রহণ করা যায়- এমন অবস্থায় রেখে সব সময় লক করে রাখতে হবে।
* অনেকসময় কোনো অ্যাপ ব্যবহারের সময়ে লোকেশন অন করে তা অফ করা হয় না। এ বিষয়ে সতর্ক থাকুন।
* অব্যবহৃত বা কম ব্যবহার হয় এমন অ্যাপ আনইনস্টল করে দিতে হবে। প্রয়োজনবোধে আবার ইনস্টল করা যাবে।
* ফোনের চার্জ একদম কমে ১০ শতাংশ হলে তবেই চার্জে বসান। ঘন ঘন চার্জ দিলে হিতে বিপরীত হয়।
* অনেকগুলো কাজ একসঙ্গে করলে চার্জ বেশি যায়। এটি ব্যাটারি লাইফের জন্য ক্ষতিকর। যেমন, গান শোনার পাশাপাশি অনলাইন ব্যবহার করা। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে।