ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, এখন মহামারীর সময়। স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নেয়ার সময় এটা নয়। একটি সমন্বিত উদ্যোগ ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত নিতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে। সেভাবেই আমাদের এগোতে হবে। অধৈর্য্য হওয়া বা বিচ্ছিন্নভাবে অবাস্তব, অবৈজ্ঞানিক চিন্তাভাবনা করা যাবে না।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাক্সিনেশনের আওতায় আনা প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল। তিনি (প্রধানমন্ত্রী) সুনির্দিষ্টভাবে শিক্ষার্থীদের নিয়ে ভাবনা-চিন্তা করে সেভাবে নির্দেশনা দিয়েছেন। আমরাও সেভাবে প্রস্তুতি নিয়ে টিকার জন্য ২৬ হাজারের বেশি শিক্ষার্থীর তালিকা সরকারের কাছে দিয়েছি।