বিশেষ খবর



Upcoming Event

সিভাসুতে আণবিক কৌশল ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি আণবিক কৌশল ব্যবহার শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার চ্যুগনাম ন্যাশনাল ইউনির্ভাসিটির প্রফেসর ড. কিম জং উং।
প্রফেসর ড. মোঃ মাসুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আহসানুল হক, পোল্ট্রি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, হেকেপ উপ-প্রকল্প ব্যবস্থাপক ড. শারমিন চৌধুরী।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে বাস্তবায়নাধীন উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) এর সিপি-৩২২০ উপ-প্রকল্পের ব্যবস্থাপনায় উক্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।  
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান প্রকল্পের ধারাবাহিকতায় আজকের হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা গবেষণাকর্মে নিয়োজিতদের দক্ষতা অর্জনে সহায়ক হবে। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার চ্যুগনাম ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে সিভাসু যৌথ গবেষণা পরিচালনা করবে।
দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে দক্ষিণ কোরিয়ার চ্যুগনাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. কিম জং উং প্রশিক্ষণ প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পিএইচডি গবেষক এবং এমএস এর শিক্ষার্থীসহ প্রায় ৪০ জন উক্ত কর্মশালায় প্রশিক্ষণ গ্রহণ করেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img