অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সামাজিক কুসংস্কার দূর করতে শিক্ষাকেই আমাদের প্রধান হাতিয়ার করতে হবে।
সুনামগঞ্জের দিরাই উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে শহরের বিএডিসি মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের লিখিত বক্তব্য পড়ে শোনান সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসেন রতন এমপি, অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা এমপি বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান। এ সময় সভামঞ্চে বিশিষ্ট লেখক-সাংবাদিক সালেহ্ চৌধুরী, আনিসুল হক, এমএ মোবিনসহ গুণীজনরা উপস্থিত ছিলেন।