অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ আবদুল হামিদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। ইতিপূর্বে তিনি তিন মেয়াদে পাঁচ বছরের জন্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। হামিদ ১৯৮৫ সালে জনতা ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগদান করেন। তিনি ২০০০ সালে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০০৫ সালের মার্চ মাসে তিনি অগ্রণী ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। ২০০৭ সালে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেন। এর আগে তিনি একই ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন।