নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের সংগঠন ইয়াং এন্টারপ্রেনিউর সোসাইটির (ইয়েস) উদ্যোগে সম্প্রতি ‘নেতৃত্বের দৃষ্টান্ত’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। দেশের সফল উদ্যোক্তাদের অন্যতম আনিসুল হক প্রধান বক্তা হিসেবে নিজ জীবন থেকে নেয়া নানা ঘটনার বর্ণনা প্রদানের মধ্য দিয়ে তরুণ শিক্ষার্থীদের স্বপ্ন প্রতিষ্ঠায় উৎসাহী করেন। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বেনজীর আহমেদ, উপাচার্য প্রফেসর আমিন ইউ সরকার এবং ইয়াং এন্টারপ্রেনিউর সোসাইটির ফ্যাকাল্টি অ্যাডভাইজার হান্নান মিয়া সেমিনারে বক্তব্য রাখেন।
বেনজীর আহমেদ তার বক্তৃতায় বলেন, এনএসইউ ক্যাম্পাস থেকে সেরা গ্র্যাজুয়েটরা বিশ্বব্যাপী পেশাদারিত্বের প্রমাণ রাখবে বলে আমাদের বিশ্বাস। এ ক্ষেত্রে আনিসুল হকের সাফল্যগাথা শিক্ষার্থীদের স্পৃহা বাড়াবে। উপাচার্য তার বক্তৃতায় বলেন, একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে নতুন উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। সে লক্ষ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদের অধীন এন্টারপ্রেনিউরশিপ কোর্স চালুর উদ্যোগ নেয়া হয়েছে।