ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) আয়োজিত বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগে ১৭ সেপ্টেম্বর কম্পিউটারের সাহায্যে ভাষা শিক্ষা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন আমেরিকার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং (ইএলটি) বিশেষজ্ঞ অধ্যাপক কারি ব্রাডিন সিসকিন।
সিসকিন তার বক্তব্যে কিভাবে কম্পিউটার ব্যবহার করে ভাষা শেখা যায় তার উপর গুরুত্ব দেন। তিনি বলেন, কম্পিউটারে ভাষা শিক্ষার অনেক পদ্ধতি আছে কিন্তু যথাযথ ব্যবহার না জানার কারণে এটা সম্ভব হয় না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের সদস্য তাছনীম সিরাজ মাহবুব, রেজিস্ট্রার সারওয়ার রাজ্জাক চৌধুরী, ইংলিশ বিভাগের প্রধান শওকত হোসাইনসহ অন্যান্য শিক্ষকমন্ডলী।
কারি সিসকিন বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটারের সাহায্যে ভাষা শিক্ষা বিষয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।