ক্যাডেট কলেজের শিক্ষকদের মধ্যে সনদ বিতরণ করেছে ব্রিটিশ কাউন্সিল। ১২টি ক্যাডেট কলেজ থেকে ১২০ জন শিক্ষককে সনদ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সনদ প্রাপ্ত শিক্ষকরা বাংলাদেশে শিক্ষাদানের ক্ষেত্রে ক্যাডেট কলেজের খ্যাতিকে বৃদ্ধি করবে এমন একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছেন।
২৯ অক্টোবর ঢাকায় ব্রিটিশ কাউন্সিলে এই অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের সবগুলো ক্যাডেট কলেজে শিক্ষাদান ও শিক্ষাগ্রহণের মান উন্নয়নের লক্ষে গত বছরের জানুয়ারি মাসে ব্রিটিশ হাই কমিশন ও বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অংশীদারিত্বে ৬০ জন শিক্ষককে নিয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পটি উদ্বোধন করা হয়। শিক্ষকদের শিক্ষাবিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে এ লক্ষ্য অর্জন করা হয়।