বিশেষ খবর



Upcoming Event

শেকৃবি শিক্ষকের আন্তর্জাতিক Young Scientist Award অর্জন

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক SAADC-2015 Young Scientist Award অর্জন করেছেন। শিক্ষকের এ সাফল্যে আনন্দিত পুরো শেকৃবি পরিবার। অ্যাওয়ার্ড অর্জনকারীকে অভিনন্দন জানিয়েছেন তার সহকর্মীসহ গুরুজনরা।
ওই শিক্ষক হচ্ছেন শেকৃবি’র এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. কে. বি. এম. সাইফুল ইসলাম। তার অনবদ্য গবেষণার স্বীকৃতি স্বরূপ SAADC-2015 Young Scientist Award এর জন্য একমাত্র বাংলাদেশি বিজ্ঞানী হিসেবে মনোনীত হয়েছেন।
আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত এ তরুণ বিজ্ঞানী ইতোপূর্বে ২০১৪ সালে ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন ইনস্টিটিউট, সায়েন্টিফিক রিসার্চ এবং ওপেন এক্সেস লাইব্রেরির যৌথ উদ্যোগে প্রদত্ত Young Researcher Award-2014 এবং ২০১১ সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মাইক্রোবায়োলজিক্যাল সোসাইটি (আইইউএমএস) কর্তৃক প্রদত্ত Asian Young LAB Scientist Award-2011 ভূষিত হন। চলতি বছর ড. ইসলাম পরপর ২বার Key Opinion Leader হিসেবে আন্তর্জাতিক পরিসরে আমন্ত্রিত হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img