শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক SAADC-2015 Young Scientist Award অর্জন করেছেন। শিক্ষকের এ সাফল্যে আনন্দিত পুরো শেকৃবি পরিবার। অ্যাওয়ার্ড অর্জনকারীকে অভিনন্দন জানিয়েছেন তার সহকর্মীসহ গুরুজনরা।
ওই শিক্ষক হচ্ছেন শেকৃবি’র এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. কে. বি. এম. সাইফুল ইসলাম। তার অনবদ্য গবেষণার স্বীকৃতি স্বরূপ SAADC-2015 Young Scientist Award এর জন্য একমাত্র বাংলাদেশি বিজ্ঞানী হিসেবে মনোনীত হয়েছেন।
আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত এ তরুণ বিজ্ঞানী ইতোপূর্বে ২০১৪ সালে ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন ইনস্টিটিউট, সায়েন্টিফিক রিসার্চ এবং ওপেন এক্সেস লাইব্রেরির যৌথ উদ্যোগে প্রদত্ত Young Researcher Award-2014 এবং ২০১১ সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মাইক্রোবায়োলজিক্যাল সোসাইটি (আইইউএমএস) কর্তৃক প্রদত্ত Asian Young LAB Scientist Award-2011 ভূষিত হন।
চলতি বছর ড. ইসলাম পরপর ২বার Key Opinion Leader হিসেবে আন্তর্জাতিক পরিসরে আমন্ত্রিত হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।