বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) ২০১৪-১৫ সালের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন বিইউ’র সোসিওলজি বিভাগের চেয়ারম্যান ড. এমএ এনামুল আজিজ।
১৭ অক্টোবর বিইউ মিলনায়তনে এক অনুষ্ঠানে ড. এমএ এনামুল আজিজের হাতে সম্মাননা (ক্রেস্ট) ও নগদ অর্থ তুলে দেয়া হয়। বিইউ’র বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি প্রকৌশলী এম এ গোলাম দস্তগীর প্রধান অতিথি হিসেবে এ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে প্রকৌশলী এম এ গোলাম দস্তগীর শিক্ষকদের জাতি গঠনের মূল কারিগর হিসেবে আখ্যায়িত করেন। সভাপতির বক্তব্যে বিইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি মানসম্পন্ন শিক্ষায় বিশ্বাসী। আর এ শিক্ষা দানের মূল কারিগর হচ্ছেন শিক্ষকরা। অনুষ্ঠানে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর মোঃ ইমামউদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর আশরাফ উদ্দীন চৌধুরী, সোস্যাল সায়েন্স অ্যান্ড ল’ অনুষদের ডিন প্রমুখ বক্তব্য রাখেন।