ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর আইন ও মানবাধিকার বিভাগে অধ্যাপক হিসাবে যোগ দিয়েছেন দেশবরেণ্য আইনবিদ ও জাতীয় মানবাধিকার কমিশন এর চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। ড. রহমান এর সম্মানে বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। বিভাগের চেয়ারম্যান ড. আ ন ম আতাহার আলী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিকে ফুল দিয়ে বরণ করেন।
ড. মিজান তার বক্তব্যে বলেন, আইনজীবীরা সমাজ বিনির্মাতা, তাই আইনের ছাত্রদের শুধু ভাল ছাত্র হলে চলবে না, ভাল মানুষও হতে হবে এবং নিপীড়িত মানুষের জন্য কাজ করতে হবে।