বিশেষ খবর



Upcoming Event

গ্রিন ইউনিভার্সিটিতে ক্লাব ফেয়ার ২০১৫

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়
img

নবীন শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে অনুপ্রাণিত করা ও তাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের কার্যক্রমের সাথে পরিচিত করার উদ্দেশ্যে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ২০ নভেম্বর ক্লাব ফেয়ার-২০১৫ এর আয়োজন করেছে। উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম সামদানী ফকির বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ক্লাব ফেয়ার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ (সোহেল রানা)। বিশেষ অতিথি মাসুদ পারভেজ, বিশ^বিদ্যালয়ের উপাচার্য, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, জেনারেল ক্লাবের মডারেটরগণ জাতীয়, গ্রিন ইউনিভার্সিটি, বিভাগীয় এবং ক্লাবের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।
বিশেষ অতিথি মাসুদ পারভেজ গ্রিনকে তাদের কার্যক্রমের মাধ্যমে গ্রিনময় করে তোলার আহবান জানান। উপাচার্য প্রফেসর গোলাম সামদানী ফকির কেবল সার্টিফিকেট অর্জনই নয়, বরং মানবতার সেবায় সু-নাগরিকের গুণাবলি অর্জনের মধ্য দিয়ে বিশ্ব সেবায় সকলকে উদ্বুদ্ধ হবার আহবান জানান। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব, গ্রিন বিজনেস ক্লাব, মার্কেটিং ক্লাব, ইংরেজি ক্লাব, স্পোর্টস ক্লাব, ল’ ক্লাব, সোস্যাল বন্ডিং ক্লাব, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ক্লাব, টেক্সটাইল ক্লাব, কম্পিউটার ক্লাব, এফটিডিএম ক্লাব, গ্রিন ওয়ারিয়র ক্লাব, রিডিং সোসাইটি, ফটোগ্রাফী ক্লাব, কালচারাল ক্লাব, থিয়েটার ক্লাব, ব্লাড ক্লাব তাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং বিভিন্ন কর্মকান্ড এ ফেয়ারে প্রদর্শন করেন। এ ক্লাব ফেয়ার আয়োজনে বিশ্ববিদ্যায়ের ছাত্র বিষয়ক পরিচালক ও ট্রেজারার মোঃ শহীদ উল্লাহ মুখ্য ভূমিকা পালন করেন। তাকে অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন সহকারী পরিচালক ড. আফজাল হোসেন খান ও আবদুল মালেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার লে. কর্ণেল মোঃ আলী আম্বিয়াল হক খান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কে নাজমুল হক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img