বিশেষ খবর



Upcoming Event

১৮ বীরাঙ্গনাকে সংবর্ধনা দিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ আয়োজিত ‘বীরাঙ্গনা-অনুসন্ধান ও পুনর্বাসন প্রয়াস’ শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, বিভিন্ন সময়ে ‘বীরাঙ্গনা’ শব্দটির অপব্যাখ্যা করে বীরাঙ্গনাদের প্রতি অন্যায় করা হয়েছে। ৭১’এর মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের অবদান অতুলনীয়। মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাগণের অবদানের জন্য তাঁরা বীরমাতা। ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমানের সভাপতিত্বে ইতিহাস বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপাচার্য আরো বলেন, বর্তমানে নবীন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধকে জানার আগ্রহ রয়েছে। অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক সহায়তা উদ্যোগের পরিচালক ড. আবু মো. দেলোয়ার হোসেন বলেন, বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি, ভাতা ও সম্মান প্রদান সময়ের দাবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার ১৮জন বীরাঙ্গানাকে সম্মাননা জানানো হয়।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img