শিক্ষাপ্রতিষ্ঠানের আদায় করা অতিরিক্ত ফি ফেরত দিতে ৩ ফেব্রুয়ারি সাত দিনের সময়সীমা বেঁধে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেই হিসাবে শেষ হয়েছে সময়সীমা। কিন্তু এখনো কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি ফেরত দেয়ার পদক্ষেপ গ্রহণ করেনি। তাই বিশিষ্ট শিক্ষাবিদদের সঙ্গে আলাপকালে অতিরিক্ত ফি ফেরত দিতে শিক্ষামন্ত্রী আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে অতিরিক্ত টাকা ফেরত দিতে ব্যর্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শিক্ষা বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিবেদনের ভিত্তিতে আদালতের রায় অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত না দিয়ে কেউই পার পাবেন না।
সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের আদায় করা অতিরিক্ত টাকা ফেরত এবং সেসব প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি বাতিলের জন্য ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ফি নেয়ার বিরুদ্ধে ২৮ জন শিক্ষাবিদ ও বিশিষ্টজনদের সই করা একটি বিবৃতি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে একটি প্রতিনিধিদল। সেখানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুলতানা কামাল, অধ্যাপক হায়াৎ মামুদ, অধ্যাপক এম এম আকাশ।