‘রক্তে মশাল জ্বেলে জাগো, পোড়াতে অন্ধকার’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিনদিনব্যপি সূর্য সেন স্মারক বিতর্ক উৎসব। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৫৬টি বিতর্ক সংগঠন নিয়ে আয়োজনটি করেছে বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলের বিতর্ক ক্লাব সূর্য সেন বিতর্ক ধারা। উৎসবে সমসাময়িক, অর্থনৈতিক, রাজনৈতিক বিষয়াবলি ও পরিবেশ সংস্কৃতি বিষয়ক বিভিন্ন বিতর্ক অনুষ্ঠিত হবে।
উৎসবের প্রথম দিনে কলেজ পর্যায়ের ১৬টি ক্লাব বিতর্কে অংশ নেয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৪০টি বিতর্ক সংগঠন যুক্তি-তর্কের লড়াইয়ে নামবে আজ থেকে। উভয় পর্যায়ের চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হবে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।
এদিকে উৎসব উপলক্ষে সূর্য সেন হল প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূর আলী। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সূর্য সেন বিতর্ক ধারার বাৎসরিক প্রকাশনা ‘অর্ক’র মোড়ক উন্মোচন করেন।