হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর নিজস্ব ক্যাম্পাসে সম্প্রতি প্রফেসর ডা. এ কে আজাদ খানের সংবর্ধনা অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়। হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আহ্বানে ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিকায়ন ও মানবসেবায় শতভাগ অবদান রাখতে এবং উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণা পর্যায়ে বিশ্বমানের পর্যাপ্ত সুযোগ-সুবিধা সৃষ্টির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির ইউনানী ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদের ডিন হিসেবে বিশ্ব বরেণ্য চিকিৎসা বিজ্ঞানী প্রফেসর ডা. এ কে আজাদ খান যোগদান করায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তানভীর আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা, হামদর্দের চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া।