সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মোঃ মাছুদুর রহমান গরুর যক্ষা রোগের কারণ নির্নয়ে মলিকুলার পদ্ধতির ব্যবহার বিষয়ে গবেষণার জন্য ইউজিসি এওয়ার্ড ২০১৫ লাভ করেছেন। তার গবেষণার বিষয় ছিল Moleculer diagnosis of bovine tuberculosis in bovine and human samples: implication for yoonosis এই গবেষণার ফলে মলিকুলার পদ্ধতিতে অতি সহজে গরু এবং মানুষের যক্ষা রোগের কারণ নির্নয় করা যাবে। এছাড়া গরু থেকে মানুষের মাঝে এই রোগের বিস্তার রোধ করা যাবে। এই আবিষ্কার এদেশসহ সারা পৃথিবীতে যা রোগের প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।