বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, ভিকারুননিসা নুন স্কুল এ্যান্ড কলেজে শিক্ষা সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ সৃষ্টিতে অসামান্য অবদান রেখে চলেছে। এ প্রতিষ্ঠান তার দীর্ঘচলায় যে সব কৃতী শিক্ষার্থীকে উপহার দিয়েছে তারা দেশের এখন অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এখানকার শিক্ষকম-লী শিক্ষার মানকে এমন এক স্তরে উপনীত করেছেন, যার ফলে পাবলিক পরীক্ষাগুলোতে ভিকারুননিসা বরাবর শীর্ষে অবস্থান করে। এ এক অসামান্য অর্জন। ভিকারুননিসার ছাত্রী হতে পেরে শিক্ষার্থীরা নিজেকে গৌরবান্বিত বোধ করে। অথচ এখানে স্থান সংকুলানের জন্য নিয়মিত ক্লাস চালাতেও অসুবিধে হচ্ছিল।
এ অবস্থা অবসানে শিক্ষার্থীদের স্বচ্ছন্দ পড়ালেখার পরিবেশ সৃষ্টিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
তিনি সম্প্রতি রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল এ্যান্ড কলেজে একটি ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন গবর্নিং বোর্ডের এডহক কমিটির সভাপতি নাজমুল হক খান।