বিশেষ খবর



Upcoming Event

শিক্ষা ও মানবিক মূল্যবোধ সৃষ্টিতে ভিকারুননিসার অবদান অসামান্য -পর্যটনমন্ত্রী

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, ভিকারুননিসা নুন স্কুল এ্যান্ড কলেজে শিক্ষা সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ সৃষ্টিতে অসামান্য অবদান রেখে চলেছে। এ প্রতিষ্ঠান তার দীর্ঘচলায় যে সব কৃতী শিক্ষার্থীকে উপহার দিয়েছে তারা দেশের এখন অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এখানকার শিক্ষকম-লী শিক্ষার মানকে এমন এক স্তরে উপনীত করেছেন, যার ফলে পাবলিক পরীক্ষাগুলোতে ভিকারুননিসা বরাবর শীর্ষে অবস্থান করে। এ এক অসামান্য অর্জন। ভিকারুননিসার ছাত্রী হতে পেরে শিক্ষার্থীরা নিজেকে গৌরবান্বিত বোধ করে। অথচ এখানে স্থান সংকুলানের জন্য নিয়মিত ক্লাস চালাতেও অসুবিধে হচ্ছিল।
এ অবস্থা অবসানে শিক্ষার্থীদের স্বচ্ছন্দ পড়ালেখার পরিবেশ সৃষ্টিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
তিনি সম্প্রতি রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল এ্যান্ড কলেজে একটি ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন গবর্নিং বোর্ডের এডহক কমিটির সভাপতি নাজমুল হক খান।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img