বিশেষ খবর



Upcoming Event

সাউথইস্ট গ্লোবাল মার্কেট বিষয়ক সেমিনার

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্টঃ ক্যারিয়ার প্রসপেক্টস ইন লোকাল এন্ড গ্লোবাল মার্কেট’ বিষয়ক সেমিনার সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হল, বনানীতে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্ট-এর সম্মানিত সদস্য এম. কামালউদ্দিন চৌধুরী। বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির সভাপতি এবং নেসলে বাংলাদেশ লিমিটেড, কর্পোরেট এ্যাফেয়ার্স-এর পরিচালক নকিব খান, প্রাণ গ্রুপের চীফ অপারেটিং কর্মকর্তা ইঞ্জিনিয়ার শেখ ওয়ারেসুল হাবিব এবং বাংলাদেশ সাপ্লাই চেইন কাউন্সিল-এর প্রেসিডেন্ট এম নাঈম হোসেন উক্ত সেমিনারের আলোচনা কমিটির বিশেষজ্ঞ সদস্য হিসেবে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সাউথইস্ট ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রাম-এর পরিচালক ড. জেবুন্নেসা রহমান।
অন্যান্যের মধ্যে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দীন আহমেদ, এসপিপি, পিএসসি (অব:), শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img