বিশেষ খবর



Upcoming Event

মুরগির বিশ্বভ্রমণ

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ
img

বিশ্বভ্রমণে বেরিয়েছে মুরগি। শুনতে আজব লাগলেও এমনটাই ঘটেছে। এক অভিযাত্রীর সঙ্গী হয়ে এক দেশ থেকে আর এক দেশে ঘুরছে সে। একেবারে সাত সমুদ্র সাঁতরে ঘুরে বেড়াচ্ছে। ইতোমধ্যেই ক্যানারি আইল্যান্ড থেকে আফ্রিকার পশ্চিম উপকূল হয়ে তারা গিয়েছিল ক্যারিবিয়ান আইল্যান্ডে। সেখানে উত্তর দিকে আর্কটিক সাগরেও গেছে তারা।
মুরগিটির নাম মনিক। আর তার সঙ্গীর নাম গাইরেক সুডি। ফ্রান্সের ব্রিটানি অঞ্চলের বাসিন্দা তারা। বিশ্ব ভ্রমণের গোড়ার দিকে ২০১৪ সালে ক্যানারি আইল্যান্ডে থেকে মনিককে তার জাহাজে তুলে নেন গাইরেক। গাইরেক বলেন, শুরুতে আমি ভেবেছিলাম এই অভিযানে সঙ্গী হিসেবে একটি বিড়াল নেয়া যায় কিনা। কিন্তু ভেবে দেখলাম বিড়াল নেয়ার ঝামেলা অনেক। কিন্তু মুরগির ক্ষেত্রে সেটা হবে না; বরং বাড়তি পাওনা হবে ডিম। সমুদ্র একটুও ভয় করে না মনিক। দিনের বেলা মনিক ৩৯-ফুঠ লম্বা জাহাজের পুরোটা নির্বিঘেœ ঘুরে বেড়ায়। আর রাত হলে, কিংবা আবহাওয়া খারাপ থাকলে, তাকে তার ছোট্ট ঘরে ঢুকিয়ে দেয়া হয়।
গাইরেক বলছেন, মুরগি হলেও মনিক খুবই সাহসী। ভয় ছিল সমুদ্রের ঢেউ দেখে সে হয়ত ঘাবড়ে যাবে, হয়ত পানিতে পড়ে যাবে। কিন্তু তা হয়নি।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img