বিশেষ খবর



Upcoming Event

রোজগার কমে যাওয়া অভিভাবকদের সঙ্গে মানবিক আচরণ করুন -শিক্ষামন্ত্রী

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ

করোনার কারণে চাকরি হারানো বা আয়-রোজগার কমে যাওয়া অভিভাবকদের সন্তানদের টিউশন ফি’র বিষয়ে মানবিক হতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

যারা চাকরি হারিয়েছেন বা আয়-রোজগার হারিয়েছেন, তাদের যতটা সম্ভব ছাড় দেয়া বা কিস্তিতে পরিশোধ করার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী। মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা বাতিল নিয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে এসে শিক্ষামন্ত্রী বলেন, টিউশন ফি শিক্ষার্থীদের দেয়ার কথা। কিন্তু স্কুল তো চলতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার শিক্ষা প্রতিষ্ঠানকে বলেছি, অভিভাবকদেরও বলেছি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, তার মানে এই নয় যে শিক্ষাপ্রতিষ্ঠানের খরচ বন্ধ আছে। কারণ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি দিতে হচ্ছে। বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু হয়তো প্রতিদিনকার বিদ্যুৎ বিল, পানির বিল লাগছে না। কিন্তু আরও বহু খরচ তাদের লাগছে। সবাই যেহেতু অনলাইনে ক্লাস করাচ্ছে সেক্ষেত্রেও তাদের অতিরিক্ত কিছু খরচ হচ্ছে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img