গণবিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসাবে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সিরাজুল ইসলাম নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে ৩০ জুন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামিমা বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়। অধ্যাপক মো. সিরাজুল ইসলাম ২০০৮ সাল থেকে গণবিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে গেস্ট প্রফেসর হিসেবেও শিক্ষকতা করেছেন।