বিশেষ খবর



Upcoming Event

আইট্রিপলই’র পুরস্কার পেলেন বাংলাদেশের সাদিয়া

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ

বিশ্বে কারিগরি পেশাজীবীদের সবচেয়ে বড় সংগঠন আইটিপলই (আইইইই)’র শিক্ষার্থী শ্রেণীতে স্বীকৃতি পেলেন বাংলাদেশের সৈয়দ সাদিয়া হোসেন। নিউইয়র্কভিত্তিক ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের উইমেন ইন ইঞ্জিনিয়ারিং শ্রেণীতে এ বছর ‘ইন্সপায়ারিং স্টুডেন্ট মেম্বার অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন তিনি।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর স্নাতক সাদিয়ার নারী শিক্ষার্থীদের জন্য কাজের স্বীকৃতি এটি। ‘আমরা গত এক বছরে ১৬টি আয়োজন করেছি প্রকৌশল বিদ্যায় নারী শিক্ষার্থীদের জন্য। উচ্চমাধ্যমিক পর্যায়ের নারী শিক্ষার্থীদের প্রকৌশল বিদ্যায় আগ্রহী করার জন্য ‘আউটরিচ’ প্রোগ্রাম করেছি। সম্ভবত তারা এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়েছেন- জানালেন সাদিয়া। এই শ্রেণীতে এই স্বীকৃতি বাংলাদেশে এটাই প্রথম। যৌথভাবে এই পুরস্কার তিনি ভাগাভাগি করে নিচ্ছেন ব্রাজিলের আনা হেলেন দো সান্তোস-এর সঙ্গে। পেশাজীবী শ্রেণীতে এ বছর শীর্ষ পুরস্কার জিতেছেন দক্ষিণ ভারতে কেরালার টিকেএম কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক সুনিতা বিভি।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img