বিশেষ খবর



Upcoming Event

এইউবিতে নবীনবরণ

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর কলা এবং সামাজিক বিজ্ঞানের নবাগত শিক্ষার্থীদেরকে নিয়ে নবীনবরণ অনুষ্ঠান ১৬ মে  ইউনিভার্সিটির আয়েশা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা এবং উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।
প্রধান অতিথি নবাগত ছাত্র-ছাত্রীদেরকে স্বাগত জানিয়ে তাঁর আলোচনা শুরু করেন।  
তিনি বলেন, শিক্ষালাভের পাশাপাশি নৈতিক যোগ্যতা অর্জন করতে হবে এবং জাতির সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে।
রেজিস্ট্রার মহিউদ্দিন নুরুল আবসারের সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মোঃ আবু বকর সিদ্দিক ভূঁইয়া, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মুসা খান, প্রক্টর মোঃ আব্দুল মতিনসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img