চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) Programmable Logic Controller (PLC) & Variable Frequency Drive শীর্ষক ওয়ার্কশপ ১৮ মে অনুষ্ঠিত হয়। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে আয়োজিত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েট’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম।
ইইই বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার (অতিঃ দায়িত্ব) প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী। সভাপতিত্ব করেন ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামান। সঞ্চালনায় ছিলেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন।
সেমিনারে রিসোর্স পারসন হিসেবে ছিলেন ABB Limited, Bangladesh-এর প্রতিনিধি প্রকৌশলী এ কে এম সালেহ ও প্রকৌশলী মোঃ হানিফ ভূইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম ইউনিভার্সিটি-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন আরো জোরদারের সার্বিক পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের ওয়ার্কশপে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি ABB Limited, Bangladesh-কে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম বলেন, এখন অটোমেশনের যুগ। আমাদেরকে বিশ্ব উপযোগী পাঠক্রম ও বাস্তবমুখী প্রয়োগ নিয়ে আরো অগ্রসর হতে হবে। উক্ত অগ্রযাত্রায় এ ধরনের ওয়ার্কশপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।