বিশেষ খবর



Upcoming Event

চুয়েটে তিনদিনব্যাপী শিক্ষা সমাপনী অনুষ্ঠান

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ৪১তম ব্যাচের তিনদিনব্যাপী শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানমালার সূচনা করেন চুয়েট’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম। এরপর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় উৎসবমুখর বণার্ঢ্য র‌্যালি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়েট’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. আশুতোষ সাহা, র‌্যাগ কমিটির প্রধান আহ্বায়ক এ বি এম সাজ্জাদ হোসাইনসহ চুয়েট পরিবারের বিপুল সদস্য।
এ সময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম চুয়েট থেকে পাস করা নবীন প্রকৌশলীদের সবসময় চুয়েট পরিবারের শুভাকাক্সক্ষী হিসেবে এই প্রতিষ্ঠানের সাথে নিবিড় সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।  
তিনদিনের উৎসবমুখর আয়োজনে ছিল রং উৎসব, বৃক্ষরোপণ, রক্তদান, চলচ্চিত্র প্রদর্শনী, স্ট্রিট ড্যান্স, ডিজে পার্টি, চাকরি মেলা কনসার্ট প্রভৃতি।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img