বিশেষ খবর



Upcoming Event

ঘুমের প্রতিযোগিতা

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ

পরীক্ষার সময় পড়ালেখার চাপ কমাতে এই ঘুমের প্রতিযোগিতা আয়োজন করা হয়।
দক্ষিণ কোরিয়ায় শিক্ষার্থীদের একটি দল পরীক্ষার বিষয়ে তাদের সহপাঠীদের উদ্বেগ কমাতে ঘুমের এক প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সউলের একটি নারী বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে তারা এই প্রতিযোগিতার আয়োজন করে। এসময় তাদেরকে ঘুমানোর জন্যে কম্বল ও বালিশও দেয়া হয়। দিনের আলো যাতে ঘুম নষ্ট করতে না পারে সেজন্যে তারা চোখে একটি মাস্কও পরেছিলো। তাদেরকে ঘুমাতে পাঁচ মিনিট সময় দেয় আয়োজনকারীরা। তারপর বিচার করা হয় কার ঘুম সবচে গভীর ছিলো। এজন্যে বেশ কয়েকটি পরীক্ষা চালিয়ে অংশগ্রহণকারীদের নম্বর দেয়া হয়। যেমন তাদের মুখের ওপর ফু দেয়া এবং কৌতুক পড়ে শোনানো।
আয়োজনকারীরা বলছেন, ঘুমের এই প্রতিযোগিতা আয়োজনের পেছনে উদ্দেশ্য ছিলো পরীক্ষার পর মন ও শরীর শান্ত করতে পরীক্ষার্থীরা যাতে ক্লাবে না গিয়ে নিদ্রা যায়। এই প্রতিযোগিতায় বিজয়ীদেরকে চকোলেট, এনার্জি ড্রিঙ্কস এবং অল্প কিছু নগদ অর্থ দেয়া হয়েছে। তবে তৃতীয় স্থান দখলকারী ছাত্রটিই সবচে উপযুক্ত পুরস্কার বালিশ বাড়িতে নিয়ে গেছে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img