বিশেষ খবর



Upcoming Event

বিশ্ববিদ্যালয়ের সফলতা ও স্বার্থকতা নির্ভর করে অফিসারদের কর্ম দক্ষতার ওপর -বাকৃবি ভিসি

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদ কার্যনির্বাহী কমিটি-২০১৫ এর অভিষেক ১১ জুন  বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সফলতা এবং স্বার্থকতা নির্ভর করে অফিসারদের কর্ম দক্ষতার ওপর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ অব্যাহত রাখার পাশাপাশি প্রত্যেকের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তিনি কর্মকর্তাদের ন্যায় সঙ্গত এবং যৌক্তিক দাবি পূরণের আশ্বাস প্রদান করেন।
 পরে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং অফিসার পরিষদের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দদের বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট প্রদান করা হয়।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img