বিশেষ খবর



Upcoming Event

বাকৃবি আইসিএফ’র নয়া পরিচালক প্রফেসর ড. রফিকুল ইসলাম

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

বাংলাদেশ কৃষি  বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর ইন্টারডিসিপ্লিনারি সেন্টার ফর ফুড সিকিউরিটি(আইসিএফ) এর নতুন পরিচালক হিসেবে ভেটেরিনারি অনুষদের প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম যোগদান করেছেন। 
এ উপলক্ষে আইসিএফ সম্মেলন কক্ষে  ৩০ জুন অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর ও বিদায়ী আইসিএফ পরিচালক প্রফেসর ড. মোঃ আলী আকবর। 
আইসিএফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. হারুনুর রশীদ এর সঞ্চালনায় উক্ত দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে আইসিএফ এর সাথে সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ এবং  সিনিয়র শিক্ষকগণ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, নব নিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর ইন্টারডিসিপ্লিনারি সেন্টার ফর ফুড সিকিউরিটি(আইসিএফ) এর পরিচালক হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। 
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর বক্তব্যে নব নিযুক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলামকে একজন দক্ষ, প্রজ্ঞাবান ও খ্যাতিমান গবেষক হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর নেতৃত্বে আইসিএফ লক্ষ্য পূরণে অনেক দূর এগিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img