বিশেষ খবর



Upcoming Event

শিক্ষা বিবেক তৈরি করে আর গণমাধ্যম তা শানিত করে

-শিক্ষামন্ত্রী

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ
img

ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) এর জনসংযোগ বিভাগের আয়োজনে ১১ জুলাই ইস্টার্ন ইউনিভার্সিটি সেমিনার হলে অনুষ্ঠিত হলোউচ্চ শিক্ষা প্রসারে গণমাধ্যমের ভূমিকাশীর্ষক সেমিনার ইইউ উপাচার্য অধ্যাপক . আবদুর রর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এম.পি বিশেষ অতিথি ছিলেন দৈনিক জনকন্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, দৈনিক সমকালের নির্বাহী সম্পাদক মোস্তাফিজ শফি, সময় টিভি হেড অব নিউজ তুষার আব্দুল্লাহ সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী চ্যানেল ২৪ এর কারেন্ট এ্যাফেয়ার্স এডিটর রাহুল রাহা সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাগত বক্তব্য রাখেন ইইউ উপ-উপাচার্য অধ্যাপক . আব্দুল হান্নান চৌধুরী

প্রধান অতিথি নুরুল ইসলাম নাহিদ তাঁর বক্তৃতায় বলেন, শিক্ষা যেমনি জাতির বিবেক তৈরি করে তেমনি গণমাধ্যম সেই বিবেকের গতিপথকে শাণিত করে একটি দেশের গণমাধ্যই পারে সে দেশকে পরিবর্তন করতে কাজেই শুধু উচ্চ শিক্ষা নয়, সব ধরনের শিক্ষার বিকাশে জ্ঞান ভিত্তিক সমাজ নির্মাণে গণমাধ্যম বিশাল ভূমিকা রাখতে পারে এবং এই মুহুর্তে বিশ্বব্যাপী রাখছেও তিনি আরও বলেন, গণমাধ্যম আরও একটি কঠিন দায়িত্ব পালন করে থাকে তা হলো, সমাজ রাষ্ট্রের অতন্দ্র প্রহরীর ভূমিকা

সভাপতির বক্তৃতায় ইইউ উপাচার্য বলেন, সাংবাদিকগণ সমাজের আয়না স্বরূপ তাই বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সাংবাদিকদের সুচিন্তিত মতামত অত্যন্ত জরুরী বস্তুনিষ্ঠ সহানুভূতির দৃষ্টিকোণ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর উল্লেখযোগ্য কর্মকান্ড সম্পাদকীয় বা অন্যত্র প্রকাশ করলে জনমনে ইতিবাচক ধারণা তৈরি হবে দেশ জাতি পাবে সঠিক পথনির্দেশিকা 

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ সমসাময়িক ভিন্নধর্মী এমন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষিকা শারমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব:), জনসংযোগ বিভাগের উপ-পরিচালক বিভাগীয় প্রধান মুহাম্মদ ইমতিয়াজ উপস্থিত ছিলেন ইইউ ট্রাস্টি বোর্ডের সম্মানীত সদস্য, বিভিন্ন সংবাদ মাধ্যমের সিনিয়র সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা শিক্ষার্থীবৃন্দ


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img