বিশেষ খবর



Upcoming Event

আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাত অগ্রাধিকার পাবে -অর্থমন্ত্রী

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ
img

আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, বাজেটে এখন পর্যন্ত বেশি গুরুত্ব পাচ্ছে বিদ্যুৎ ও পরিবহন। এবার তা পরিবর্তন করে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বেশি বরাদ্দ দেয়া হবে।
শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এনজিও প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ কথা জানান মুহিত। অর্থ মন্ত্রণালয় এ আলোচনা সভার আয়োজন করেছে। এ সময় দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনা করেন অর্থমন্ত্রী। ‘কওমি শিক্ষা খুবই বিপজ্জনক’ মন্তব্য করেন মুহিত।
অর্থমন্ত্রী বলেন, অনেকেই বাজেট উচ্চাভিলাষী বলে সরকারের সমালোচনা করেন। এটা আমরা ইচ্ছাকৃতভাবে করি। কারণ, উচ্চাভিলাষী না হলে লক্ষ্য পূরণ হবে না।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img