বিশেষ খবর



Upcoming Event

এস এম হল বৃত্তি পেলেন ঢাবি’র ১৪ শিক্ষার্থী

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের ১৪জন মেধাবী ছাত্র ‘এস এম হল বৃত্তি’ লাভ করেছেন। উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শান্তিপূর্ণ দেশ গঠনের লক্ষ্যে নৈতিক মূল্যবোধে জাগ্রত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শুধু ভাল একাডেমিক ফলাফল করলেই চলবেনা, তাদের নৈতিক মূল্যবোধসম্পন্ন উন্নতমানের স্নাতকও হতে হবে।
বৃত্তিপ্রাপ্ত ছাত্ররা হলেন- শেখ ফরিদ ও আমিনুল ইসলাম (সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট), মোঃ সোহরাব হোসেন (ইংরেজি), মাসরুর বিন আনসারী (আইন), মোঃ আব্দুল হান্নান (আন্তর্জাতিক সম্পর্ক), মোহাঃ আতিকুল ইসলাম (তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা), আল-আমিন খন্দকার (ফিন্যান্স), আলী আশরাফ (ইসলামিক স্টাডিজ), তারেক আহম্মদ (উন্নয়ন অধ্যয়ন), মোঃ মহসিন (অর্থনীতি), মোঃ রাসেল আহমেদ (ভূগোল ও পরিবেশ), মুহাম্মদ আব্দুর রহিম (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), মোঃ সোহাগ মিয়া (শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন ) এবং মোঃ জহিরুল ইসলাম (লোক প্রশাসন)।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img