বিশেষ খবর



Upcoming Event

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে গবেষণার উপযুক্ত পরিবেশ রয়েছে - সিভাসু ভিসি

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কাজ হলো গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণ করা। এ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া ও গবেষণার উপযুক্ত পরিবেশ রয়েছে। আমরা আশাকরি, নবাগত ছাত্রছাত্রীরা শিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে থেকে তাদের মূল্যবান সময়কে কাজে লাগাবে। শিক্ষাজীবনের ৪-৫ বছর সময় সঠিকভাবে ব্যবহার করলে কর্মজীবনে এর সুফল পাওয়া যাবে। এ বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদ অত্যন্ত সময়োপযোগী। ভেটেরিনারি মেডিসিন, ফুড সায়েন্স এ- টেকনোলজি এবং ফিশারিজ অনুষদের গুরুত্ব ও চাহিদা বিশ্বব্যাপী।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের দুই দিনব্যাপী শিক্ষাবর্ষ সমারম্ভের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেছেন, আগামী দিনে জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদেরকে এমনভাবে বিপর্যস্ত করবে যে নতুন নতুন প্রযুক্তি নিয়ে তা মোকাবিলা করার বিকল্প থাকবে না। এজন্য কৃষি খাতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img