বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি-এর ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক বিভাগ কর্তৃক আয়োজিত ইইই ডে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মিরপুর রূপনগরস্থ স্থায়ী ক্যম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য ডঃ এম এম শহীদুল হাসান। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান এ এফ এম সরোয়ার কামাল, বিইউবিটি-এর উপাচার্য অধ্যাপক আবু সালেহ, বিইউবিটি-এর ট্রেজারার অধ্যাপক এনায়েত হোসেন মিয়া, বিইউবিটি-এর প্রক্টর অধ্যাপক মিঞা লুৎফার রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক বিভাগের চেয়ারম্যান এম আজহারুল হক। এছাড়াও উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বিইউবিটি-এর এক্সাম কন্ট্রোলার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, জয়েন্ট রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চ্যেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ আর ছাত্র-ছাত্রীরা।
দুইদিনব্যাপী আয়োজনে প্রজেক্ট প্রদর্শনী, রোবটিক রেস, বিতর্ক প্রতিযোগীতা, রচনা লিখন প্রতিযোগীতা, সেমিনার, এন্টারপ্রেনিউরশিপ প্রোফাইল প্রেজেন্টেশন, মোটিভেশনাল স্পিচ, কম্পিউটার গেমিং কন্টেস্ট, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক অলিম্পিয়াড, এডুকেশনাল ভিডিও প্রদর্শনী স্থান পায়।