বিশেষ খবর



Upcoming Event

সতর্ক থাকার উপায়

ক্যাম্পাস ডেস্ক টিপস
img

১. রাস্তাঘাটে চলাফেরার সময় সতর্ক থাকুন। চোখ-কান খোলা রাখুন, যাতে বিপদ এড়ানো যায়।
২. আপনাকে কেউ অনুসরণ করলে সোজা নিজের বাড়িতে না গিয়ে পরিচিত অন্য কারো বাড়িতে প্রবেশ করুন। এতে পরে ঝামেলা এড়ানো সম্ভব হবে।
৩. বাইরে থেকে এসে যদি দেখেন বাড়িতে কেউ থাকার কথা নয়, কিন্তু দরজা খোলা; সে ক্ষেত্রে আগেই বাড়িতে ঢুকবেন না। আশপাশের মানুষজন কিংবা পুলিশ ডাকুন। এরপর বাড়িতে ঢুকুন।
৪. রাতে বাড়তি অর্থ নিয়ে চলাফেরা করবেন না। এ সময় এটিএম মেশিনও এড়িয়ে চলুন।
৫. ছিনতাইকারী প্রলুব্ধ হয় এ ধরনের কোনো গয়না, মোবাইল ফোন, ব্যাগ, হেডফোন এড়িয়ে চলুন।
৬. হঠাৎ আক্রান্ত হলে অনেকেই মুখের ভাষা হারিয়ে ফেলে। আপনার ক্ষেত্রে যেন এমন না হয় সে জন্য প্রস্তুত থাকুন। আক্রান্ত হওয়া মাত্র জোরে চিৎকার করে সহায়তা চান।
৭. নির্জন রাস্তায় চলাচল না করাই ভালো। দরকার হলে অন্য রাস্তা দিয়ে ঘুরে যান।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img