বিশেষ খবর



Upcoming Event

এনএসইউ’র শিক্ষার্থীদের সাথে পরিছন্নতায় ঢাকার দুই মেয়র

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়
img

বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নেতৃত্বে রাজধানীর সড়ক পরিষ্কার-পরিছন্নতা অভিযানে অংশ নিয়েছেন ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন।
প্রতিষ্ঠার দুই যুগ উদযাপনের অংশ হিসেবে শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউতে ঢাকার দুই সিটি মেয়রকে সঙ্গে নিয়ে পরিছন্নতায় নামেন ওই বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা। সকাল সোয়া ৯টা থেকে প্রায় ১৫ মিনিট রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন তারা। ২০১৬ সালকে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিছন্নতা বর্ষ ঘোষণার সঙ্গে সংহতি জানাতেই ভিন্নধর্মী এই আয়োজন বলে জানান শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
কর্মসূচির শুরুতে উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক সবাইকে নিজ উদ্যোগে পরিছন্নতা অভিযানে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আজকাল আমরা উত্তাপ বেশি ছড়াই, আলো কম ছড়াই। এখন আলো ছড়ানোর সময়। সবাইকে নিজ হাতে নিজের শহর পরিষ্কারের দায়িত্ব নিতে হবে। কেবল মাত্র দুই সিটি করপোরেশনের মেয়রের পক্ষে এই শহর পরিষ্কার রাখা সম্ভব নয়।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img