বিশেষ খবর



Upcoming Event

ঢাকা ইউনিভার্সিটি একাউন্টিং এলামনাই বার্ষিক সাধারণ সভা ও ইসি নির্বাচন

ক্যাম্পাস ডেস্ক প্রচ্ছদ প্রতিবেদন
img

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ষ্টাডিজ অনুষদ মিলনায়তনে সম্প্রতি ‘ঢাকা ইউনিভার্সিটি একাউন্টিং এলামনাই’ এর বার্ষিক সাধারণ সভা এবং ইসি নির্বাচন অনুষ্ঠিত হয়। দু’বছর (২০১৬-১৮) মেয়াদের জন্য ২৭ সদস্যের কার্যকরী পরিষদ সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়। এতে সভাপতি পদে বিভাগের সেমিষ্টার প্রথম ব্যাচের সদস্য এবং জনতা ব্যাংক, ডিসিসিআই ও জেবিসিসিআই এর পরিচালক কামরুল ইসলাম এফসিএ এবং সাধারণ সম্পাদক পদে সেমিষ্টার ষষ্ঠ ব্যাচের সদস্য এবং বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের কর্মকর্তা, বর্তমানে অর্থ মন্ত্রনালয়ের উপসচিব জনাব শীষ হায়দার চৌধুরী নির্বাচিত হন। একাউন্টিং এলামনাই এর কার্যকরী পরিষদের অন্যান্য নির্বাচিত গুরুত্বপূর্ন কর্মকর্তাগণ হলেনঃ সহ-সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ, সহ-সভাপতি দেওয়ান ওয়াসিকুল আলম মিল্টন, সহ-সভাপতি ড. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ বেগম আরিফা আজিজ কেয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক খান রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, মেম্বার ডেভেলপমেন্ট সেক্রেটারি এডভোকেট তৌহিদুজ্জামান খান, প্রজেক্ট সেক্রেটারি ড. মোহাব্বত আলী, ওয়েলফেয়ার সেক্রেটারি মাহমুদুর রহমান শাহেদ, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি ড. জহির উদ্দিন, ইন্টারন্যাশনাল সেক্রেটারি ড. ইউসুফ কামাল, স্পোর্টস সেক্রেটারি সাইফুল ইসলাম, কালচারাল এফেয়ার্স সেক্রেটারি আহমেদ ইউসুফ আব্বাস, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেক. সেক্রেটারি শেখ এ শাহিদ এবং অফিস সেক্রেটারি গৌতম চন্দ্র পোদ্দার।
এছাড়া বিশিষ্ট কয়েকজনকে কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত করা হয়। তারা হলেন- সৈয়দ রায়হান রশীদ মিলু, সলিমুল্লাহ বাহাদুর এফসিএ, ড. এম হেলাল, কাজী জাকুরুল ইসলাম, হারুনুর রশিদ হাওলাদার, নাসিম মাহমুদ, রোকেয়া পারভিন জুঁই, আব্দুল গফুর রানা, মাসুদুর রহমান।
বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ এর চেয়ারপার্সন প্রফেসর মোঃ আবদুল হাকিম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস এর সাবেক চেয়ারপার্সন প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ, ব্যুরো অব বিজনেস রিসার্চ এর চেয়ারম্যান ড. শফিক আহমেদ সিদ্দিক, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন টেকনোলজি এর ফাউন্ডার ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ মাসুদ হোসেন, ক্যাপিটাল গ্রুপ এর এমডি শওকত আলী ভূঁইয়া দিলন, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ এর হেড অব ফিন্যান্স লায়ন এস এম ওয়াহিদুজ্জামান বাবর, শোয়ান গ্রুপ এর চেয়ারম্যান খবির উদ্দিন খান, এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর চেয়ারম্যান হায়দার আহমেদ খান।
প্রসঙ্গত, দেশে আর্থ-ব্যবস্থার উন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার সামাজিক আন্দোলন দিনদিন ব্যাপকতা পাচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় হিসাব বিজ্ঞান বা একাউন্টিংয়ের গুরুত্ব অপরিসীম। সরকারে ও সর্বস্তরের প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে যথার্থ একাউন্টিং ব্যবস্থার প্রবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ তথা Department of Accounting & Information Systems এর ভূমিকা অগ্রগণ্য। সেজন্য একাউন্টিং গ্রাজুয়েটদের শীর্ষ সংগঠন দি একাউন্টিং এলামনাই, ইউনিভার্সিটি অব ঢাকা এর কার্যক্রম ও সাংগঠনিক তৎপরতা এখন অত্যন্ত সময়োপযোগী।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img