যুগোপযোগী এবং আধুনিক উচ্চশিক্ষা নিশ্চিত করণের অন্যতম মাধ্যম ডিজিটাল বিশ্ববিদ্যালয়। এ ধারাবাহিকতায় প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি হিসেবে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর আবদুল মান্নান তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সদা সচেষ্ট। এ প্রেক্ষাপটে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ডিজিটালাইজেশন অবশ্যই প্রশংসার দাবিদার।
সমাপনী অনুষ্ঠান ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর ড. এম কায়কোবাদ, কম্পিউটার বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট্রের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ডঃ মসিউর রহমান তার বক্তব্যে বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তি সমৃদ্ধ ও উচ্চ শিক্ষিত জাতি গঠনে নর্দানের এ পদক্ষেপ চির স্বরণীয় হয়ে থাকবে।
বিশেষ অতিথি প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, বিশ্বায়নের যুগে শিক্ষার ডিজিটালাইজেশন এখন সময়ের দাবি। এ ধারাবাহিকতায় নর্দানের অগ্রযাত্রায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারসহ সকল স্তরের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভাসিটি বাংলাদেশ এর ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এ. ডব্লিউ এম আব্দুল হক।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন নর্দান ইউনিভাসিটি বাংলাদেশের উপ-উপাচার্য প্রফেসর ড.আনোয়ারুল করীম, ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার লে. কর্ণেল (অবঃ) একতেদার আহমদ সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীবৃন্দ ।